মিনি টিপস গুলো জেনে নিন!
১) লেবুর রস বা ভিনিগারে তুলো ভিজিয়ে রাখুন ব্রণের ওপর । খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
২) মুখে খুব বেশি ঘাম হলে অ্যাস্ট্রিনজেন্ট লোশন ব্যবহার করতে হবে । ভালো করে মুখ ধুয়ে একটু তুলোয় লোশনটি মুখে বুলিয়ে নেবেন । এতে ত্বকের লোমকূপগুলো কিছুটা সংকুচিত হয় । ফলে ঘাম হয় কম।
৩) মেকআপ করার আগে ঠান্ডা তরমুজের রস মুখে লাগিয়ে শুকিয়ে নিন । মেকআপ দীর্ঘস্হায়ী হবে।
৪) ফিটকিরি মেশানো পানিতে মুখ ধুলে ত্বকের টানটান ভাব ফিরে আসে কিছু সময়ের জন্য । এটা ত্বকের জন্য উপকারী।
৫) ত্বকে তরতাজা ভাব আনতে ফুটন্ত পানিতে লেবুর রস মিশিয়ে সে ভাপটা মুখে নিন । তবে যাদের পুঁজযুক্ত ব্রণ রয়েছে তারা অবশ্যই এ ভাব নেবেন না।
৬) মুখের কালচে ভাব সাময়িক ভাবে দূর করতে হলুদ গুড়োঁ পানিতে মিশিয়ে মুখ ধুয়ে নিন।
৭) খুব তৈলাক্ত ত্বক মসৃণ ও উজ্জ্বল করতে হলে সপ্তাহে একবার মুলতানী মাটির মাস্ক নিবেন । মুলতানী মাটি গুড়োঁ করে একটু গোলাপ পানিতে ভিজিয়ে মুখে মাস্ক নিন । চোখ ও ঠোঁটের আশপাশ বাদ দেবেন । এটি ২০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন।
৮) খুব বেশি খুশকি হলে তিনদিনের বাসী টক দই মাথায় ঘষে লাগান। কিছু সময় পর ভালো শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন । এভাবে কদিন করুন । ভালো ফল পাবেন।
৯) চোখ দুটো উজ্জ্বল করে তোলার জন্য সামান্য ভেসলিন আঙুলে নিয়ে চোখের পাতার ওপর লাগান।
১০) মুখ খুব শুকনো দেখালে সামাণ্য ভেসলিন মুখে লাগিয়ে পানির ঝাপটা দিন । এরপর আলতোভাবে ম্যাসাজ করুন।
১১) চা তৈরির পর টি পটে যে চা পাতা পড়ে থাকে তা ঠান্ডা করে দুটুকরো পাতলা কাপড়ে বেধে চোখের ওপার ১০ মিনিট চেপে রাখবেন। ক্লান্তি দূর করে চোখের উজ্জ্বলতা বাড়াবে।
উপকারি লেখা হলে সবার সাথে শেয়ার করুন। এতোটুকুই আমাদের অনুপ্রেরণা। ভালো থাকবেন।
Twitter: https://twitter.com/BanglaSaj
MyMeetBook: https://mymeetbook.com/BanglaSaj Pinterest: https://www.pinterest.com/banglasaj Linkedin: https://www.linkedin.com/in/BanglaSaj Instagram: https://www.instagram.com/banglasaj Facebook Page: https://www.facebook.com/banglasajdotcom YouTube: https://www.youtube.com/channel/UCXIiHa_sZHKAP-r32G0C7Vg
2 comments
Pingback: বিদায় করুন চোখের নিচের কালো দাগ
Pingback: এই শীতে ঠোঁটের যত্নে সহজ কিছু টিপস জেনে নিন!